ফতুল্লায় ৬ ফার্মেসিকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : নারায়ণগঞ্জের ফতুল্লার দুটি এলাকায় ঔষধ ফার্মেসিতে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৬ ফার্মেসিকে ১লাখ ৮৫ হাজার টাকা জরিানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জেলা প্রশাসন, ঔষুধ প্রশাসন ও পুলিশের সমন্বয়ে দেলপাড়া এবং হাজীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালিত হয়।

নারায়ণগঞ্জ জেলা ঔষুধ প্রশাসন অধিপ্তরের তত্ত্বাবধায়ক মো. ইকবাল হোসেন জানান, বেলা ১১টার দিকে দেলপাড়া এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা সুলতানা নাসরীন এর নেতৃত্বে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে মিসব্যান্ডেড ঔষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ করা এবং ড্রাগ লাইসেন্স বিহীন ওষুধ ব্যবসা করার অপরাধে কেয়া ফার্মেসীকে ৪০ হাজার টাকা ও উম্মে সালমা চিকিৎসা কেন্দ্রকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হাজীগঞ্জ বাজার এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাওয়াত মেহজাবীন এর নেতৃত্বে আরও একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে একই অপরাধে মেডিসিন প্লাসকে ৪০ হাজার টাকা, মাহদী মেডিকেলকে ১৫ হাজার টাকা, মদিনা ফার্মেসিকে ৩০ হাজার টাকা ও খালেদা ফার্মেসীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

add-content

আরও খবর

পঠিত