নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি অভিযানিক দল। এসময় তাদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৩২৩৪ টাকা, ৩টি মোবাইল ও ১টি ইজি বাইক উদ্ধার করা হয়। সোমবার (১৮ মার্চ) দুপুর ২টায় ফতুল্লা মডেল থানাধীন দেলপাড়া এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, ফতুল্লার আদর্শনগর এলাকার মো. কালা মিয়ার ছেলে মো. আমির হোসেন (৩৪) ও নোয়াখালীর সেনবাগের মৃত আক্কাছ মিয়ার ছেলে মো. শফিকুর রহমান (৩২)। গ্রেফতারকৃত শফিকুর রহমান বর্তমানে ফতুল্লা আমতলার শাহী মহল্লায় বসবাস করতো। র্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, আসামীরা উক্ত এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছে বলে জানা যায়। তাদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।