ফতুল্লায় ৩১ লাখ টাকা প্রতারণার মামলায় আসামি জেলে

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লার এনায়েতনগরের বীরমুক্তিযোদ্ধা একেএম শহীদুল ইসলামের কাছে বাড়িসহ জায়গা বিক্রির নামে ৩১ লাখ টাকা আত্মসাৎকারী মোসলে উদ্দিন (৫০) কে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। রবিবার (২৪ নভেম্বর) সকালে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (খ) অঞ্চল আদালতের বিচারক অশোক কুমার দত্তের আদালত এ নির্দেশ দেন।

মামলা প্রসঙ্গে বাদী একেএম শহীদুল ইসলাম বলেন, গত বছর আমার কাছে মোসলে উদ্দিন তার ফতুল্লার এনায়েতনগর হরিহরপাড়াস্থ ৪ তলা বাড়ি ৪ শতাংশ জায়গাসহ ৭৬ লক্ষ টাকা মূল্য ধার্য করে বায়না দলিলের মাধ্যমে বিক্রি করে। আমি বায়না বাবদ তাকে দুই ভাগে মোট ৩১ লক্ষ টাকা প্রদান করি। কিন্তু সে আমার কাছ থেকে টাকা নেয়ার পরও বাড়িসহ জায়গা অদ্য পর্যন্ত বুঝিয়ে না দিয়ে তাল বাহানা করছে। আমি এ বিষয়ে একাধিকবার বিচার সালিশ করেও কোন আশানুরূপ ফল না মামলা দায়ের করি।

তাছাড়া বিবাদী মোসলেহ উদ্দিনের বিরুদ্ধে ইতিপূর্বে নারায়ণগঞ্জ জেলা সিনিয়র জুডিশিয়াল ১ম আফতাবুজ্জামানের আদালতে ৮ লাখ টাকা প্রতারণার দায়ে অপর একটি বিচারাধীন পর্যায় চলমান রয়েছে।

add-content

আরও খবর

পঠিত