নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় ইয়াবাসহ মো. জাহিদুল ইসলাম (৩২) ও সাকিব হাসান হাজারী (১৯) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৩শত পিস ইয়াবা, মাদক বিক্রির ৩ হাজার ৪শত টাকা ও ২টি মোবাইল ফোন জব্দ করে র্যাব। বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ফতুল্লার উত্তর ভূইগড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। র্যাব-১০ এর অধিনায়ক মো. কাইয়ুমুজ্জামান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ২টায় র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর মো. আশরাফুল হক, স্কোয়াড কমান্ডার এএসপি মো. শাহীনুর চৌধুরী ও এএসপি মো. শহিদুল হক মুন্সীর নের্তৃত্বে ফতুল্লার উত্তর ভুঁইগড় এলাকায় একটি মাদক বিরোধি অভিযান পরিচালনা করে হারুন অর রশিদ মনির (কুয়েত প্রবাসী) এর বাড়ি হতে ২৩০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। মাদক বিক্রির ৩ হাজার ৪শত টাকা ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মো. জাহিদুল ইসলাম ভূইগড় এলাকার বাসিন্দা মো. আক্তারুজ্জমানের ছেলে, অন্যদিকে সাকিব হাসান হাজারী একই এলাকার হারুন অর রশিদ ছেলে জানিয়েছে র্যাব।
আজ বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) তাদের আদালতে প্রেরণ করা হয়।