নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লায় বিদেশি নাগরিক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরের দিকে রূপায়ন টাউনের ১১ নস্বর বিল্ডিং থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত নারী শ্রীলঙ্কান নাগরিক রেবেকা অধিকারিনী (৩২)। তিনি কুনচুঙ্গা নামক একটি বায়িং হাউজের মারচেন্ডাইজার হিসেবে কর্মরত। পুলিশ মরদেহ উদাদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফতুল্লা থানা পুলিশের ওসি তদন্ত মিজানুর রহমান। তিনি বলেন, ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি আত্মহত্যা বলে ধারণা করছি।