ফতুল্লায় র‌্যাবের অভিযানে ২৭১ পিস ইয়াবাসহ গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় র‌্যাবের অভিযানে ২৭১ পিস ইয়াবাসহ মিলন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ দল। ৯ অক্টোবর বুধবার দুপুর ১টা দিকে ফতুল্লা মডেল থানাধীন পাঠানটুলি এলাকায় গোপন সংবাদের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।

৯ অক্টোবর বুধবার বিকালে র‌্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এক সংবাদ বিবৃতে জানান,  গ্রেফতারকৃত আসামী নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাসহ আশপাশ এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করিয়া আসিতেছিল বলিয়া জানা যায়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত