ফতুল্লায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লায় রাকিবুল ইসলাম কুট্টি (৩২) নামের যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ মার্চ) বিকেলে ফতুল্লার পাগলা শরীফবাগ এলাকায় নির্মাণাধীন একটি ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি নির্মাণাধীন ভবনটির এক তলা কক্ষের টিনের ছাদের লোহার এঙ্গেলে ঝুলন্ত অবস্থায় ছিল । লাশটি ময়নাতদন্তের জন্য ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত রাকিবুল ইসলাম কুট্টি পাগলা শরীফবাগ এলাকার আনোয়ার হোসেনের বাড়ির ভাড়াটিয়া। সে শরীয়তপুর জেলার ডামুড্যা থানার টেংগারবাড়ি এলাকার মৃত সামসুদ্দিন মাতবরের ছেলে। রাকিবুল ইসলাম কুট্টি  মাদক ব্যবসায়ী ছিল বলে জানিয়েছে এলাকাবাসী। এর আগে সে একাধিকবার মাদকসহ গ্রেফতার হয়েছিল। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলাও রয়েছে। ফতুল্লা মডেল থানার ওসি এস এম মঞ্জুর কাদের এর সত্যতা নিশ্চিত করেছেন।

add-content

আরও খবর

পঠিত