নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় মাদকসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। এসময় তাদের কাছ থেকে ৩৫ পুড়িয়া হেরোইন, হেরোইন বিক্রির নগদ ৮৩৪০ টাকা ও হেরোইন বিক্রির কাজে ব্যবহৃত ৪টি মোবাইল সেটসহ উদ্ধার করা হয়। বৃহষ্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে ফতুল্লা মডেল থানাধীন ইসলামবাগ, পূর্ব ইসদাইর এলাকায় তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, মো. সেলিম (৩০), মো. সৌরভ (২৪), মো. রাজু (২৮)।
র্যাব-১১ জানায়, নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সূত্রের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকসহ মো. সেলিম (৩০), মো. সৌরভ (২৪), মো. রাজু (২৮) কে গ্রেফতার করেন। উল্লেখিত আসামীরা উক্ত এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য বিক্রয় করে আসছিলো বলে জানা যায়। তাদের বিরুদ্ধে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হইয়াছে।