নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় মেরী এন্ডারসন ভাসমান রেস্তোরাঁ ও বারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৭০ জন মাদক বিক্রেতা ও মাদকসেবী গ্রেফতার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে গ্রেফতারকৃতদের নাম-পরিচয় জানানো হয়নি। সোমবার (১ এপ্রিল) রাতে জেলা পুলিশ সুপার হারুন অর রশিদের নির্দেশক্রমে গোয়েন্দা শাখা (ডিবি) এবং ফতুল্লা থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সাজ্জাদ রোমান বলেন, রাত সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদের নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুবাস চন্দ্র সাহার নেতৃত্বে জেলা ডিবি ও ফতুল্লা থানা পুলিশ মেরী এন্ডারসনে অভিযান পরিচালনা করে।
অভিযানে মাদকসেবী ও বিক্রেতাসহ ৭০ জনকে গ্রেফতার এবং তাদের কাছ থেকে ৮১ কার্টন বিদেশি বিয়ার (প্রতি কার্টনে ২৪টি করে) এবং চার কার্টন বিদেশি মদ (প্রতি কার্টনে ১০টি করে) উদ্ধার করা হয়।