নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্রাইট ফিউচার একাডেমীর পিএসসি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, প্রবেশপত্র বিতরন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর শুক্রবার সকালে ফতুল্লার কোতালেরবাগস্থ ব্রাইট ফিউচার একাডেমীর বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের পরিচালক মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজ সেবক মোঃ জাকির হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা আক্তার, সাংবাদিক মোঃ বদিউজ্জামান আনোয়ার হোসেন, মোঃ শাহিন, মোঃ সুমন ও মোঃ সুরুজ মিয়াসহ অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। দোয়া পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের আরবি শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক। পরিশেষে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি ঘটে।