ফতুল্লায় ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেফতার-৪

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : পাওয়া টাকা চাওয়ায় ঝুট ব্যবসায়ী সুমন মিয়াকে পুড়িয়ে হত্যার ঘটনায় চার ঘাতককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফারকৃতরা হলেন- মামলার এজাহার ভুক্ত আসামী বিপ্লব, তার স্ত্রী শায়লা, স্থানীয় ইউপি সদস্যের ভাই সোহেল মন্ডল ও হোটেল মাসুদ।

মৃত্যুর আগে পরিবারের সদস্যদের কাছে ভিডিও চিত্রে সুমন তাদের নাম বলে যায়। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ মঞ্জুর কাদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত শুক্রবার (৩১ আগস্ট) রাতে পাওনা টাকা ফেরত দেয়ার কথা বলে বাসায় ডেকে নিয়ে শরীরে পেট্টোল ঢেলে সুমনের গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। মৃত্যুর আগে সুমন চার হত্যাকারীর নাম উল্লেখ করে মৃত্যুর কারণসহ সেদিনকার ঘটনা বর্ণনা করে যায়।  পরদিন (১ সেপ্টেম্বর) শনিবার সকাল ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যায় সুমন।

ওই দিন রাতেই ফতুল্লা থানায় নিহতের মা কিসমত আরা বেগম বাদি হয়ে চার হত্যাকারী (বিপ্লব, বিপ্লবের স্ত্রী শায়লা বেগম, হোটেল মাসুদ ও সোহেল মন্ডল) কে আসামি করে মামলা দায়ের করেন ।

এছাড়াও, সুমন হত্যার পর বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলসহ জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারক লিপি প্রদান করেন সুমনের পরিবার ও এলাকাবাসী।

add-content

আরও খবর

পঠিত