ফতুল্লায় বাস চাপায় রিকসা চালক নিহত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ফতুল্লায় আনন্দ পরিবহনের ঢাকাগামী একটি বাসের চাপায় অটো রিকসার চালক কামাল (৩৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে পাগলা নৌ বাহিনীর ক্যাম্পের সামনে ঘটনাটি ঘটে। দূর্ঘটনার পর উত্তেজিত জনতা গাড়িটি ভাংচুর করে এর চালক রবিউল আউয়ালকে গনধোলই দিয়ে পুলিশে সোর্পদ করে।

নিহত কামাল বরগুনা জেলার আমতলী থানার চন্দ্র গ্রামের শাহজাহানের ছেলে। সে ফতুল্লার আলীগঞ্জ কাজিপাড়া এলাকায় বসবাস করে স্থানীয় সাসুদের অটো রিকশা ভাড়ায় চালায়।

এ বিষয় ফতুল্লা মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাসেল শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে চলাচলরত আনন্দ পরিবহন যার নং-(ঢাকা মেট্রো-ব-১১-৪০৪২) ঢাকার পথে যাওয়ার সময় গাড়ি বেপরোয়া চালিয়ে পাগলায় ফিশারীর সামনে অপরদিক থেকে আসা একটি ব্যাটারী চালিত রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে রিকশা চালক নিহত হয়। এ সময় এলাকাবাসীর সহযোগিতায় আনন্দ পরিবহনের চালক রবিউল আউয়াল (৩৮) সহ বাসটি আটক করে হয়। আর নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত