ফতুল্লায় বখাটেদের হামলায় গার্মেন্টস শ্রমিক রুবেল আহত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মাসদাইর গাবতলী কাপুরা পট্রি এলাকার বখাটেদের হামলায় গার্মেন্টস্ শ্রমিক রুবেল (২২) আহত হয়েছে। সে পুর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকার ইসহাক মিয়ার ছেলে। গত শনিবার (২৪ আগস্ট) সকাল পৌনে ৯ টায় মাসদাইর আমেনা নিট গার্মেন্টস্ এর সামনে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪/৫ জনকে বিবাদী করে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে জানা যায়, রুবেল মাসদাইর গোরস্তান সংলগ্ন আমেনা নিট গার্মেন্টস্ এর সুইং অপারেটর হিসেবে কাজ করে। প্রায় সময়ই গাবতলী কাপুরা পট্রি এলাকার  হাসান  (২৫), হোসেন (২৩), রোমান (২৬), মৃত: আবুল হোসেনের ছেলে সুজন, আজাদ সহ অজ্ঞাত নামা ৪/৫ জন বিভিন্ন সময় ভয়ভীতি হুমকী দিয়ে আসতো। এরই ধারাবাহিকতায় শনিবার (২৪ আগস্ট) সকালে কাজে যাওয়ার সময় অভিযুক্তরা রুবেলকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তাদের সঙ্গে থাকা হাসান ও  হোসেন তার উপর অর্তকৃত হামলা করে।

এ সময় রুবেলকে টানাহেচড়া করে কেতাব নগর মাঠে নিয়ে এলোপাথাড়ী কিলঘুষি মেড়ে নিলাফুলা রক্তাক্ত জখম করে। তার ডাকচিৎকারে আশেপাশের লোক এগিয়ে আসলে অভিযুক্তরা তাকে প্রাণ নাশের হুমকী দিয়ে চলে যায়। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে খানপুর ৩শ শয্যা হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়।

add-content

আরও খবর

পঠিত