নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় তিনি ফতুল্লা থানাধীন পূজামন্ডপগুলো পরিদর্শন করেন। নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স থেকে যাত্রা শুরু করে শীষ মহল এলাকার রাধা গবিন্দ জিউর আখড়া মন্দিরে পূজামন্ডপ পরির্দশন করে হিন্দু ধর্মালম্বীদের সাথে কথা বলেন।
এসময় তিনি সকলকে নিরাপত্তা নিয়ে শংকিত না হওয়ার জন্য আশ্বস্ত করে বলেন, প্রতিটি মন্ডপে পুলিশের সদস্যরা নিরাপত্তা চাদরে ঢেকে রাখবে। যদি কোথাও কোন কিছুতে সন্দেহ হয়, পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করেন তিনি। এরপর পাগল নাথ মন্দির, বৈরাব মন্দির সহ পাগলা এলাকার আরো কয়েকটি পূজামন্ডপে তিনি যান।
এসময় উপস্থিত ছিলেন, এনায়েত নগর ইনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান, পূজা কমিটির কর্মকর্তা ও সাংবাদিক দিলিপ মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. নূরে আলম, জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও-২) মো. সাজ্জাদ রোমন সহ অন্যান্যরা।
উল্লেখ্য, নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে আজ পালিত হয়েছে মহাসপ্তমী। হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার আজ দ্বিতীয় দিন। বিশুদ্ধ পঞ্জিকা মতে, সপ্তমী তিথিতে দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ, সপ্তমীর মূল পূজাসহ পুষ্পাঞ্জলি অনুষ্ঠিত হয়। সপ্তমী তিথি শনিবার বেলা ২ টা পর্যন্ত ছিল।