ফতুল্লায় পুলিশের অভিযানে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লার কাশীপুর ডিগ্রীরচর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এব্যাপারে ফতুল্লা মডেল থানায় ডিবি পুলিশ এস.আই শাহাদাত ইসলাম বাদী হয়ে একটি অস্ত্র মামলা দায়ের করেছে। মামলানং-১৭(৬)১৮ ।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ৫ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাশীপুর ডিগ্রীরচর এলাকায় অভিযান চালায়। এ অভিযান চালিয়ে ডাকাতি করার প্রস্তুতিকালে ৪ অস্ত্রধারী ডাকাতসদস্যকে গ্রেপ্তার করেছে।

গ্রেফতারকৃতরা হলো- ভোলাইল গেদ্দার বাজার এলাকার মৃত জাফর আলীর ছেলে জসিম উদ্দিন (৩৫), মৃত হাসান আলীর ছেলে আল আমিন (৩৯), মো. আলীর ছেলে জুয়েল (২০), সেকান্দার আলীর ছেলে মিজান (২০) ।

পুলিশ জানান, গ্রেফতারকৃতদের সাথে আরো বেশ কয়েকজন ডাকাত সদস্য ছিলো এরা পুলিশ আসার টের পেয়ে পালিয়ে যায়। এই ডাকাতির প্রস্তুতির টিমে হুমায়ুন (২৮), আবু বক্কর (২৫), মো. আলী (২৮)  এরাও এই ঘটনায় জড়িত। গ্রেফতারকৃতদের সাথে একটি ছোড়া, একটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল, এবং একটি রামদা উদ্ধার করেছে পুলিশ।

add-content

আরও খবর

পঠিত