নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় পুকুর থেকে শাওন রহমান (১০) ও নয়ন গাজী (১১) নামে দুই মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহষ্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় ভুইয়ারবাগ এলাকার পুকুর থেকে তাদে লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ দুটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতরা একই এলাকার হাবিবুর রহমানের ছেলে শাওন রহমান (১০) ও মো. গাজীর ছেলে নয়ন গাজী(১১)।
পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান জানান, নিহতরা একই বাসার ভাড়াটিয়া। দুইজনই বৃহষ্পতিবার দুপুরে বাইরের থেকে ঘুরে আসি বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ ছিলো। পরে শুক্রবার সকালে পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা জানালে পুলিশ লাশ উদ্ধার করে।
তিনি জানান, ধারণা করা হচ্ছে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তারা মারা গেছে। তবে ময়নাতদন্ডের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।