নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামীলীগের প্রার্থী এ কে এম শামীম ওসমান ও অয়ন ওসমান পক্ষে নৌকার প্রচারণা করেছে কাশীপুর ইউনিয়ন ছাত্রলীগ। এসময় নাজমুল হাসান সাজন, শাখাওয়াত হোসেন বাবু, সৌরভের নেতৃত্বে কাশিপুরে বিশাল শোডাউন করা হয়েছে। শুক্রবার (২১ ডিসেম্বর) বিকেলে ফতুল্লা থানাধীন কাশীপুরের খিল মার্কেট এলাকা থেকে ছাত্রলীগের নৌকার প্রচারণা কর্মসূচীর উদ্বোধন করেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. সাইফুল্লাহ বাদল।
তাক লাগানো আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শামীম ওসমানের বিশাল ফেস্টুনসহ জাতীয় পতাকার আদলে বিশাল নৌকা নিয়ে প্রচারণা চালান ছাত্রলীগের নেতৃবৃন্দরা। এসময় ছাত্রলীগের প্রচারণা জনসমুদ্রে পরিনত হয়। পাশাপাশি নৌকার শ্লোগানে প্রকম্পিত হয় কাশীপুরের রাজপথ। প্রচারণায় সাধারণ ভোটারদেরও দৃষ্টি আকর্ষক করেছে ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
প্রচারণায় উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য শামীম ওসমানকে নৌকা মার্কায় ভোট দিয়ে পুণরায় নির্বাচিত করার আহ্বান জানান এম. সাইফুল্লাহ বাদল।
প্রচারণায় উপস্থিত ছিলেন, কাশীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাত্তার, ইউনিয়ন যুবলীগের সভাপতি আসিনুর রহমান শ্যামল, ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহীন আলম, ছাত্রলীগ নেতা আল-আমিন, হৃদয়, আহাদ, লিমন প্রমূখ।