নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : মুুসল্লিদের জন্য জায়গা ওয়াকফ করে নিজ অর্থায়নে মসজিদ র্নিমাণ করেলেন নাসিক ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু। ফতুল্লা থানাধীণ উত্তর নরসিংপুর এলাকস্থ ওয়ারিদ টাওয়ার সংলগ্ন ৭শতাংশ জায়গার উপর নির্মিত করা হয়েছে বায়তুল নূর নামে একটি দুচালা মসজিদ।
৩১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে যোহরের নামাজ আদায়ের মাধ্যমে এ মসজিদে প্রথম জামাত আদায় করা হয়। এ উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এসময় আব্দুল করিম বাবুর বাবা-মায়ের জন্য বিশেষ দোয়া করা হয়। মাহফিলে দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা তাজুল ইসলাম আব্বাস।
এ প্রসঙ্গে কাউন্সিলর আব্দুল করিম বাবু জানায়, মসজিদ আল্লাহর ঘর। এটি নির্মাণ করার জন্য আমার বহু দিনের পরিকল্পনা ছিল। আমার মায়েরও একটি সপ্ন ছিল যা আজ পূরণ হলো। আমি সকল মানুষের সেবায় যত ধরণের উন্নয়নমূলক কাজ আছে তার সহযোগী হতে চাই।
দোয়া ও মিলাদ মাহফিলে এসময় উপস্থিত ছিলেন, মসজিদের মোতাওয়াল্লী কাউন্সিলর আব্দুল করিম বাবুর ভাই সেলিম হোসাইন, লুৎফর হাজী, আহম্মদ হোসেন, সাইদুর রহমান সুমন, মিরাজ, আল আমিন রাব্বি সহ এলাকার মুসল্লিগণ।