ফতুল্লায় দুই নারীসহ ছয় প্রতারক গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : নারী দিয়ে ফোনের মাধ্যমে ডেকে এনে আটকে বিকাশ ও অন্য কৌশলে মুক্তিপণ নেওয়ার অভিযোগে দুই নারীসহ ছয় প্রতারককে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ। সোমবার (০১ জুলাই) বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে। রবিবার (৩০ জুলাই) দিনগত মধ্যরাতে ফতুল্লার গিরিধারা মাদ্রাসা রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় প্রতারকদের কাছে জিম্মি থাকা আবুল কালাম নামে ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত হলেন, গিরিধারা মাদ্রাসা রোড এলাকার হাজি নুরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া মৃত মুনছুর আলীর দুই ছেলে রাজু (৩৬) ও বাদশা (৩৮), একই এলাকার মৃত ওয়াজেদ আলীর ছেলে মো. খাইরুল ইসলাম (৩৭), মোহাম্মদ আলীর মেয়ে লিপি (৩০), বিরণ চন্দ্র দাসের মেয়ে রিনা (২৭) এবং ডেমরার ছাগলপট্টি এলাকার মৃত ইসমাইল কবিরাজের ছেলে মো. মাহাবুব (৩৫)।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম জানান, সংঘবদ্ধ একটি চক্র নারীর প্রলোভন দেখিয়ে ফোনের মাধ্যমে বিভিন্ন ব্যাক্তিকে ডেকে এনে আটকে রেখে মুক্তিপণ দাবি করে। পরে আটকদের স্বজনদের কাছ থেকে বিকাশসহ অন্য কৌশলে টাকা হাতিয়ে নেয়। এমন একটি চক্রের ছয় সদস্যকে রবিবার রাতে গ্রেফতার করা হয়েছে। এসময় প্রতারকদের কাছে জিম্মি থাকা আবুল কালাম নামে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত