ফতুল্লায় দুই গ্রুপের টেটাযুদ্ধে নিহত ১, আহত ৯

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লার বক্তাবলীর আকবর নগরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের টেটাযুদ্ধে টেটা বিদ্ধ হয়ে আহত জয়নাল আবেদীন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ আগষ্ট) সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে তার মৃত্যু হয়।

এদিকে জয়নালের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়ার পর সামেদ আলী হাজীসহ তাদের লোকদের বাড়ি ঘর ভাঙচুরসহ ব্যাপক তাণ্ডব চালিয়েছে রহিম হাজীর লোকজন। এতে করে এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এর আহগে বৃহষ্পতিবার বিকালে ছামেদ আলী ও রহিম গ্রুপের মধ্যে টেটা বল্লম নিয়ে সংর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে ফতুল্লা থানার ওসি মঞ্জুর কাদের বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত