নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় শিকারে নিষিদ্ধ ১১ মন মা ইলিশ সহ একজনকে আটক করেছে পুলিশ। ১৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গনে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ সুপার মো. হারুন অর রশিদ।
এসময় তিনি জানায়, ফতুল্লায় বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর মোহনায় অভিযান চালিয়ে এসব মা ইলিশ উদ্ধার করা হয়েছে। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাসানুজ্জামান এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ২২ কার্টুনে ১১ মন ডিম ভর্তি মা ইলিশ জব্দ করা হয়। এ সময় মুন্সিগঞ্জের লৌহজং থানার সামুর বাড়ি এলাকার মৃত যমর উদ্দিন ঢালীর ছেলে লিটন ঢালীকে (৪০) আটক করা হয়।
পুলিশ সুপার আরো জানান, সরকার ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবরে মা ইলিশ মাছ শিকারে নিষেধ করেছেন। কিন্তু এই নিয়ম অমান্য করে কিছু অসাধু ব্যবসায়ী এ সময়ও ইলিশ ধরেন। আইনগত ব্যবস্থা গ্রহণের পর বিধি মোতাবেক মাছগুলোকে গরিব মানুষ কিংবা এতিমখানাতে দিয়ে দেওয়া হবে।
সংবাদ সম্মলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুবাস সাহা, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান, ডিবি ইন্সপেক্টর মো. কামরুল ইসলাম, জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও-৩) শাহাদাত হোসেন প্রমুখ।