নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লার তিনটি তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। শনিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে কুতুবপুরের দেলপাড়া পেয়ারা বাগান এলাকায় এ ঘটনা ঘটে। মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের দেড় ঘন্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রনে আসে।
নারায়ণগঞ্জ হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ইনচার্জ হাফিজুর রহমান জানান, সন্ধ্যা ৬টায় অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করে এখনই বলা যাচ্ছে না।