ফতুল্লায় ডেঙ্গু রোগে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লায়  ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শান্ত (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৮ জুলাই) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শান্ত ফতুল্লার বক্তাবলীর ছমিরনগর এলাকার জসিম উদ্দিনের ছেলে। রাত ৯টায় ছমিরনগর মাদরাসা মাঠে জানাজার পর স্থানীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

শান্তর বাবা জসিম উদ্দিন জানান, তার একমাত্র ছেলে শান্ত। হঠাৎ তার জর হয়। বিভিন্ন ঔষধ খাওয়ার পরও কিছুতেই জর কমছিল না। পরে তাকে ঢামেক হাসপাতালে পরীক্ষা করানোর পর ডেঙ্গু হয়েছে বলে জানা যায়। এ নিয়ে পরিবারের সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তার অবস্থা দিন দিন অবনতির দিকে চলে যাচ্ছিল। পরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। রবিবার বিকালে সেখানে চিকিসাধীন অবস্থায় শান্তর মৃত্যু হয়।

add-content

আরও খবর

পঠিত