নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : ফতুল্লার ষ্টেশন ব্যাংক কলোনী এলাকার ডাকাত রনিকে (৩৩) ৩শ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২৮ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে ডিবির ওসি গিয়াস উদ্দিন অভিযান চালিয়ে রণিকে গ্রেফতার করে। পুলিশ রনিকে ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করেছে। রনির বিরুদ্ধে হত্যা, ডাকাতি, পুলিশের উপর হামলাসহ ১৩টি মামলা রয়েছে। এদিকে রনিকে গ্রেফতারের খবরে এলাকাবাসীর মাঝে স্বস্তি বিরাজ করছে।
ডিবি পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রনির বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সময় রনির স্বীকারোক্তিতে ৩শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রনির বিরুদ্ধে হত্যা, ডাকাতি, পুলিশের উপর হামলা, মাদকসহ ১৩টি মামলা রয়েছে। এদিকে রনি গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি বিরাজ করছে।
স্থানীয়দের অভিযোগ, রনি দীর্ঘদিন ধরে এলাকায় নিজেকে পুলিশের সোর্স পরিচয় দিয়ে হত্যা, ডাকাতি মাদক ব্যবসাসহ নানা ধরনের অপরাধ মূলক কর্মকান্ড করে আসছে। এছাড়া গ্রেফতারকৃত রনি পিলকুনী, তক্কার মাঠ, পাইলট স্কুল, লালখা, ষ্টেশন এলাকায় বিশাল সিন্ডিকেট তৈরী করে মাদক ব্যবসা চালিয়ে আসছিলো।