ফতুল্লায় জঙ্গি আস্তানায় চার দফায় বোমা বিস্ফোরণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় জঙ্গি আস্তানা সন্দেহে দুইটি বাড়িতে অভিযান চালায় আইন-শৃংখলা বাহিনী। সেই অভিযানে একটি বাড়িতে অভিযানে চালানো হয়েছে সে বাড়ি থেকে দফায় দফায় বোমা বিস্ফোরণের বিকট শব্দ পাওয়া যায়।

২৩ সেপ্টেম্বর সোমবার দুপুর ১২টা ৫৭ মিনিট, ১টা ১০ মিনিট, ১টা ২৭ এবং ২টা ৯ মিনিটে ৪র্থ দফায় বিকট বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে উঠে। ধারণা করা হচ্ছে বোমা বিশেষজ্ঞ দল ওই বাড়ির ভেতরে থাকা কোন বোমা নিষ্ক্রিয় করেছে।

কাউন্টার টেরোরিজম ইউনিটের সহকারী কমিশনার মো. তৌহিদুল ইসলাম বলেন, আমাদের বোমা নিস্ক্রিয়কারী দলের সদস্যেরা কাজ করছেন। প্রাথমিকভাবে আমরা যেটুকু তথ্য পেয়েছি, ওই বাড়ির ভেতরটা ল্যাবরেটরির মত সাজানো। ভেতরে ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইসও (আইইডি) রয়েছে।

পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, নারায়ণগঞ্জের জঙ্গী সন্দেহে আটক রুমী মূলত নব্য জেএমবির সদস্য। সাম্প্রতিক সময়ে ঢাকার ৫ টি হামলা ও হামলা চেষ্টার সঙ্গে তাদের যোগসূত্র রয়েছে। তিনি বলেন, এ বাড়িটিতে বিস্ফোরণ ও বোমা তৈরীর কিছু সরঞ্জাম রয়েছে যা বিগত সময়ে ঢাকায় যেসব বিস্ফোরণ উদ্ধার করা হয়েছে তার সাথে মিল রয়েছে।

তিনি আরো বলেন, মূলত এ বাড়িতে তারা ছিলনা পাশের একটি বাসা থেকে রুমী নামে একজনকে আটক করা হয়েছে। আর তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়েছে। ঢাকার বড় বড় হামলার সাথে তার যোগসুত্র রয়েছে। ওই বাড়ির মালিক জয়নাল আবেদীন বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত একজন ডিজিএম। তার দুই ছেলে ও এক পুত্রবধূকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট।

এই তিনজন হলেন-ঢাকার আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল এবং প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক ফরিদউদ্দিন রুমি, ফরিদের স্ত্রী অগ্রণী ব্যাংকের কর্মী জান্নাতুল ফোয়ারা অনু এবং ফরিদের ভাই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক জামালউদ্দিন রফিক।

add-content

আরও খবর

পঠিত