নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় মাদক বিরোধী অভিযানে শান্তিবাগ এলাকা থেকে গাঁজাসহ উজ্জল (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১ । এ সময় তার কাছ থেকে ১ কেজি ১শ গ্রাম গাঁজা ও ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়। উজ্জল ফতুল্লার চানমারী বস্তি এলাকায় মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে।
মঙ্গলবার (৩১ জুলাই) বিকেলে র্যাব-১১ এর নারায়ণগঞ্জ ক্যাম্প কর্তৃক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, র্যাব-১১ এর নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন পূর্ব ইসদাইর শান্তিবাগ এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে।
অভিযানে মো. উজ্জল (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। এ সময় তাঁর কাছ থেকে ১ কেজি ১’শ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
উল্লেখিত আসামী উক্ত এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য বিক্রয় করিয়া আসছিল। তাঁর বিরুদ্ধে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।