নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদ দাতা ) : ক্রিকেট জুয়া খেলতে বাধা দেয়ার জের ধরে পিতা জাহাঙ্গীর আলমকে(৬০) পিটিয়ে গুরুতর আহত করেছে কুলাঙ্গার পুত্র আল-আমিন(২০)। ঘটনাটি ঘটে ৫ জুন মঙ্গলবার রাতে ফতুল্লা পাগলা মুসলিমপাড়া এলাকায়। এ ঘটনায় কুলাঙ্গার পুত্রের বিরুদ্ধে থানা জিডি করেছে ভুক্তভোগী পিতা।
আহত জাহাঙ্গীর আলম জানান, তার একটি মাত্র পুত্র, বিয়ে করার পর থেকে ক্রিকেট জুয়া খেলায় আসক্ত হয়ে পরে। জুয়া খেলা থেকে ফেরানোর জন্য কয়েক বার তাগিদ দিলেও কোন কর্ণপাত করেনি। সর্বশেষ মঙ্গলবার সন্ধ্যায় জুয়া খেলা থেকে বিরত থাকতে বললে তার ছেলে আল-আমিন ক্ষিপ্ত হয়ে তার উপর আক্রম চালায়। এসময় তাকে কিল, ঘুষি, লাথি মেরে গুরুতর আহত করে এবং অচেতন অবস্থায় রেখে বাড়ি থেকে বের হয়ে যায়।
বুধবার দিনব্যাপী পিতা জাহাঙ্গীর আলমকে আর ঘরে উঠতে দেয়নি এবং উল্টো মেরে ফেলার হুমকী দিয়ে ফোন দিতে থাকে। প্রাণ নাশের আশঙ্কায় পিতা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি সাধারন ডায়েরী দায়ের করেছে। জিডি নং২৬৬।