নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় ৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী নিলয় আহম্মেদ (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে মাসদাইর কবরস্হান এলাকা থেকে তাকে গ্রেফতার করেন ফতুল্লা থানার এসআই আবেদ । এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত নিলয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের এসআই নাজনীন আক্তারের স্বামী । এর আগে নাজনীন ফতুল্লা মডেল থানায় কর্মরত ছিল।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ মো. মঞ্জুর কাদের সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, নিলয় আহম্মেদ মাদক সেবন ও বিক্রি করতো। এছাড়াও বাবা–মায়ের সাথে খারাপ আচরণসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।