নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় গেজেট মোতাবেক মজুরি না দেয়ায় শাসনগাঁওয়ে অবস্থিত ক্রনী গ্রুপের অবন্তী কালারের শ্রমিকরা কর্মবিরতি পালনসহ রাস্তায় অবস্থান করে ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে এক ঘণ্টা বিক্ষোভ ও ভাঙচুর করে। বৃহস্পতিবার (৩ জানুয়ারি)সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শ্রমিকরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে কারখানার সামনে অবস্থান করে বিক্ষোভ করে। এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে অবস্থান নিয়ে বেলা ১১টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখলে তীব্র যানজট সৃষ্টি হয়। এ সময় তাঁরা আশপাশের কারখানার শ্রমিকদের নিয়ে অবন্তী কালারের গেট ভাঙচুর করে। পরে শিল্প পুলিশ ও ফতুল্লা থানা পুলিশ শ্রমিকদের শান্ত করে রাস্তা থেকে সরিয়ে দেয়।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (আইসিপি) গোলাম মোস্তফা জানান, সরকারি গেজেট মোতাবেক মজুরি না দেয়ায় ওই পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলন করে এবং সড়ক অবরোধ করে রাখে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।