ফতুল্লায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় বেপারোয়া সিএনজি চালিত অটোরিক্সার ধাক্কায় তোফাজ্জল হোসেন (৪৫) নামে শ্রমিক নিহত হয়েছে। রবিবার (২৩ ডিসেম্বর) সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পূর্ব ইসদাইর এলাকায় ঘটনাটি ঘটে। নিহত তোফাজ্জল হোসেন ফতুল্লার গাবতলী নতুন বাজার এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে। সে রাজমিত্রী শ্রমিক।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ হোসেন জানান, সকাল ৮টায় লিংক রোডে বেপারোয়া সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় তোফাজ্জাল হোসেন মারা যায়।

তিনি আরো জানান, সিএনজি চালিত অটোরিকশাটি আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

add-content

আরও খবর

পঠিত