নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহষ্পতিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে স্টেডিয়াম সংলগ্ন খেজুর তলা রোড থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় নৈশ প্রহরীরা জানান, রাত আনুমানিক ৩টার সময় খেজুর তলা এলাকা পাহারা দিতে আসলে রক্তমাখা সড়ক দেখতে পান। পরে সকলকে ডেকে আনলে সড়কে ঢালে একটি লাশ দেখেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা লাশটি নিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) শাহজালাল জানান, প্রাথমিক কিছু পরিচয় আমরা পাচ্ছি। বিস্তারিত জানতে সময় লাগবে। লাশটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।