ফতুল্লায় অগ্নিকাণ্ডে দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে মা-মেয়ের মৃত্যু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় অগ্নিকাণ্ডের একই পরিবারের দগ্ধ ৯ জনের মধ্যে মা-মেয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর)  ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- ছায়া রানী (৫৫) ও তার মেয়ে সুস্মিতা (২৭)। তারা ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি ছিলেন।

এর আগে বুধবার (১৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সস্তাপুর হকবাজার এলাকায় জাকির মিয়ার চারতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। প্ররতিবেশী ও দগ্ধদের স্বজনরা জানান, রাতে ঘুমানোর সময় পরিবারটি মশার কয়েল জ্বালিয়ে রেখেছিল। ভোরে কয়েলের আগুন তাদের শরীরের কাপড়ে ও আসবাবপত্রে লেগে পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

এ সময় ঘুমন্ত অবস্থায় থাকা ওই পরিবারের সবাই আগুনে দগ্ধ হন। তাদের চিৎকার ও বিকট শব্দ শুনে বাড়ির মালিকসহ স্থানীয়রা গিয়ে দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নেভায়। দগ্ধদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

প্রতিবেশীরা জানান, রাতে ঘুমানোর সময় পরিবারটি মশার কয়েল জ্বালিয়ে রেখেছিল। আর কয়েলের আগুন তাদের কাপড়ে ও আসবাবপত্রে লেগে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ওই পরিবারের সকলে ঘুমিয়ে ছিল। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

add-content

আরও খবর

পঠিত