নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামি সুমনকে শুক্রবার (১৫ মার্চ) রাতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। সুমন ফতুল্লার তল্লা এলাকার চেয়ারম্যান বাড়ির ভাড়াটিয়া বাবুল মিয়ার ছেলে। সে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরের স্থায়ী বাসিন্দা।
বৃহস্পতিবার রাতে তল্লা এলাকার চেয়ারম্যান বাড়ির ভাড়াটিয়া গার্মেন্টকর্মী এক নারী তার সাত বছরের শিশুকে ভিডিও দেখানোর প্রলোভন দেখিয়ে মুখ বেঁধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে সুমনকে আসামি করে মামলা করেন।
ফতুল্লা মডেল থানার ওসি শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের বলেন, পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরের সুমনের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। শনিবার (১৬ মার্চ) তাকে আদালতে পাঠানো হবে।