ফতুল্লার দুর্ধর্ষ সন্ত্রাসী মীরু ডিবির হাতে গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লার দুর্ধর্ষ সন্ত্রাসী মীর হোসেন মীরুকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দ পুলিশ  (ডিবি)।  রবিবার (২০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় কুতুবপুর ইউনিয়নের পাগলা বৌবাজার এলাকাস্থ নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মীরু ও তার বাহিনীর বিরুদ্ধে অতি সম্প্রতিও ফতুল্লার বেশ কয়েকটি এলাকার ডিশ ব্যবসার নিয়ন্ত্রণ নেবার অভিযোগ রয়েছে। সবচেয়ে বড় কথা পঙ্গুত্ব বরণ করা মীরু হুইল চেয়ারে বসেই ফতুল্লার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করে আসছিল। ২০১৬ সালে সর্বশেষ মীরুকে গ্রেফতার করেছিল ফতুল্লা মডেল থানার তৎকালীন ওসি কামাল উদ্দিন। গ্রেফতার মীরু ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

মীরুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) নূরে আলম বলেন, মীরুর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড, মাদক ও জুট ব্যবসার নিয়ন্ত্রণ, জমি দখলের অভিযোগ রয়েছে। সম্প্রতি মীরু ও তার বাহিনীর কারণে ফতুল্লা শিল্পাঞ্চল অশান্ত হয়ে উঠেছে। মীরু ও তার বাহিনীর হাতে প্রচুর অবৈধ অস্ত্র রয়েছে বলে পুলিশের কাছে সুনিদ্দিষ্ট তথ্য রয়েছে। ওইসব অস্ত্র উদ্ধারের জন্যই পুলিশ তাকে গ্রেফতার করেছে। তাছাড়া গত ৩ দিন আগে এক ব্যবসায়িকে তুলে নিয়ে মারধর করে মীরু ও তার বাহিনীর সদস্যরা ২ লাখ টাকা আদায় করেছিল। এ বিষয়েও ফতুল্লা মডেল থানায় অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচনের পর প্রতিপক্ষের সন্ত্রাসীদের গুলিতে মীরু কোমরে গুলিবিদ্ধ হয়। এরপরেই মূলত সে পঙ্গুত্ব বরণ করে। কিন্তু পঙ্গুত্ব বরণ করলেও মীরু হুইল চেয়ারে বসেই ফতুল্লার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করতে থাকে। এজন্য মীরুর রয়েছে একটি বিশাল সশস্ত্র বাহিনী। ২০১৬ সালে মীরুর বিরুদ্ধে একাধিক অভিযোগ থানায় জমা পড়লে পুলিশ তাকে হুইল চেয়ারসহই গ্রেফতার করেছিল।

add-content

আরও খবর

পঠিত