নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জের ফতুলায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশীকালে দুবৃত্তদের ছোঁড়া গুলিতে সোহেল রানা (২৫) নামে পুলিশের এক সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। ২৩ অক্টোবর মঙ্গলবার সকালে মুন্সিখোলা চেকপোস্টে ঢাকা থেকে আসা -বোরাক পরিবহন-নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশিকালে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
গুলিবিদ্ধ পুলিশের কনস্টেবল সোহেল রানাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩শ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছে, পুলিশের এই সদস্যের বাম পা গুলিবিদ্ধ হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) মো. মজিবুর রহমান জানান, দুপুরের দিকে মুন্সিখোলা চেক পোস্টে সোহেল রানাসহ দুই কনস্টেবল নারায়ণগঞ্জগামী বোরকা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ওঠে তল্লাশী করছিলো। এসময় এক দুর্বৃত্ত সোহেল রানার পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে বাসটির জানালা দিয়ে লাফিয়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ দুর্বৃত্তদের লক্ষ্য করে তিন রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে।
তিনি আরো জানান, ঘটনার পরপরই তিনটি মোটর বাইকে আরও তিন জন এসে দুর্বৃত্তদেরকে তুলে নিয়ে যায়। তারা পাগলা এলাকার দিকে পালিয়ে যায়। পুলিশ অভিযান শুরু করেছে। দুর্বৃত্তদের চিহ্নিত করে আটকের চেষ্টা চালানো হচ্ছে।
এদিকে পাগলা মুন্সিখোলা চেক পোস্টের দায়িত্বে থাকা ফতুল্লা থানা পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মোরশেদ আলম জানান, দুর্বৃত্তরা সংখ্যায় তিন থেকে চার জন ছিলো। তবে, মোটর বাইকে আওর তিন জন ছিলো।