প্রয়াত এম‌পি না‌সিম সহ বতর্মান এম‌পি সে‌লিম ও শামীম ওসমা‌নের জন্য দোয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রি‌পোর্টা‌র ) :  প্রয়াত এম‌পি এ‌কেএম না‌সিম ওসমানের রু‌হের মাগ‌ফিরাত সহ বর্তমান এম‌পি সেলিম ওসমান ও  শামীম ওসমানের সুস্থ্যতা কামনায় মিলাদ ও দোয়া অনু‌ষ্ঠিত হয়ে‌ছে। শুক্রবার (২৩ নভেম্বর) বাদ আছর গলা‌চিপা জা‌মে মস‌জি‌দে এ  আ‌য়োজন করা হয়। দোয়া প‌রিচালনা ক‌রেন আলহাজ্ব ফ‌য়েজ ক‌বির। এসময় উপ‌স্থিত ছি‌লেন, আলহাজ্ব আবুল কা‌শেম মু‌ন্সি, যুবলীগ নেতা পলাশ আহ‌মেদ, জাতীয় পা‌র্টি নেতা মোজা‌ম্মেল হো‌সেন লিটন, ম‌নির হো‌সেন প্রমুখ।‌

add-content

আরও খবর

পঠিত