নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : শিরোপাধারীরা নিজেদের দলীয় শক্তি বাড়িয়ে মাঠে নেমে লীগের সর্বোচ্চ রানের স্কোর ছুড়ে দিয়েছে রেইনবো এ্যাথলেটিক ক্লাবের কাধে। বিশাল এ রানের বোঝা বইতে পারেনি রেইনবো। ১৬২ রানের বড় ব্যবধানে হার মেনেছে রেইনবো। সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের গ্রাউন্ডে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নীট কনসার্ণ গ্রুপ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের তেরতম দিনের খেলা ছিল এটি।
সকালে টস জিতে নীট কনসার্ণ ব্যাট করবে এটাই স্বাভাবিক। কারণ দলে এদিন ভিড়িয়েছে আশরাফুল, তৈয়বুর পারভেজ, শুভ এর মত নামী ব্যাটসম্যানদের। ২৯৫ রান তুলেছে তারা সব উইকেট খুঁইয়ে। তখনও তাদের ইনিংসে বাকি ছিল ৩.৪ ওভার। নীটের ওপেনিং জুটিতে নুর মোহাম্মদ সোহাগ ও তৈয়ব মেহেদী হাসান মানিক করেন ১২৭ রান। মানিক ফিরেছেন ৪৩ বলে। ৮ বাউন্ডারি আর ৫ ছক্কায় করেছেন ৭৫ রান। সোহাগ ৬৯ বলে ৭ বাউন্ডারি আর ২ ছক্কায় আউট হন ৪৫ রানে।
জনি তালুকদার ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় প্যাভিলিয়নে ফিরেন ৪৮ রানে। অধিনায়ক রনি তালুকদার ৩৪ বলে ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় ৩৩ রানে আউট হন। লিটল মাস্টার আশরাফুল ২ বাউন্ডারি ও ২ ছক্কায় আউট হন ৩১ রানে। তৈয়বুর পারভেজ ২ বাউন্ডারিতে ২২ রান করেন। রেইনবোর রবিন ৪৬ রানে ৩টি, জাকারিয়া সবুজ ৭৬ রানে ৩টি এবং তিসির ৩৮ রানে ২টি করে উইকেট পান। ৫০ ওভারে ২৯৬ রান। বিশাল স্কোর। গরমে হাসফাস করা রেইনবোর খেলোয়াড়েরা আসা যাওয়ার মধ্যে থাকলো।
১৩৩ রানেই সব শেষ। বোলার জাকারিয়া সবুজ শেষ দিকে নেমে দলের পক্ষে সর্বোচ্চ রান করেন ২৭। তার ইনিংসে ছিল ৩ ছক্কা ও ১ বাউন্ডারি। সাগর ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় আউট হন ২৬ রানে। জাকারিয়া মাসুদ ২ বাউন্ডারি ও ১ ছক্কায় ২৫ রানে আউট হয়ে যান। অধিনায়ক হিরু কিছুক্ষণ ক্রিজে থেকে দলের স্কোর কিছুটা বাড়ান মাত্র। আউট হয়েছেন ১৫ রানে। তিসির ফিরেছেন ১১ রানে। রনি তালুকদার ১২ রানে ৩টি এবং নাজমুল অপু ১৮ রানে পান ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর : নীট কনসার্ণ ক্রিকেট একাডেমী ৪৬.২ ওভারে ২৯৫/১০। মানিক-৭৫,জনি-৪৮,সোহাগ-৪৫,রনি-৩৩,আশরাফুর-৩১,তৈয়বুর-২২। অতিরিক্ত-১৮। রবিন-৩/৪৬,সবুজ-৩/৭৬,তিসির-২/৩৮।
রেইনবো এ্যাথলেটিক ক্লাব ৩৩.৩ ওভারে ১৩৩/১০। সবুজ-২৭,সাগর-২৬,মাসুদ-২৫,হিরু-১৫,তিসির-১২। অতিরিক্ত-১১। রনি-৩/১২,অপু-২/১৮।
আজকের খেলা : নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমী ও টার্গেট গ্রুপ ক্রিকেট একাডেমী। সকাল- ৯টা।