নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আলোচিত স্বর্ন ব্যবসায়ী প্রবীর চন্দ্র ঘোষ হত্যা সাক্ষ্য দিয়েছে বাদীর বড় ভাই ও কুমিল্লা জেলার দুইজন। রোববার (২৮ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ মো. আনিসুর রহমানের আদালতে এ সাক্ষ্য নেয়া হয়। সাক্ষীরা হলেন, বাদীর বড় ভাই শমিৎ চন্দ্র ঘোষ, কুমিল্লা দাউদকান্দী থানার ঠাটালিয়া এলাকার জাহাঙ্গীর আলম ও আবুল কালাম।
এসময় পিপি এড. ওয়াজেদ আলী খোকন জানান, আলোচিত প্রবীর হত্যা মামলার এ পযন্ত ২৫ জন সাক্ষ্য দিয়েছে। মামলাটি দ্রুত নিষ্পত্তি করার জন্য সকল প্রকার প্রক্রিয়া নেয়া হচ্ছে। যত দ্রুত পারা যায় মামলাটি নিষ্পত্তি করা হবে। কারন দ্রুত নিষ্পত্তির দিকেই অগ্রসর হচ্ছে মামলাটি।
মামলার বাদী নিহত প্রবীর চন্দ্র ঘোষ এর ছোট ভাই বিপ্লব জানান, আমার ভাইয়ের হত্যা মামলার আসামী পিন্টু দেবনাথ, আব্দুল মামুন মোল্লা ও বাপেন ভৌমিক এর সর্বোচ্চ শাস্তি দাবী করছি। আসামীরা যেন বৃন্দু মাত্র ছাড় নাপায়। তাদের উপযুক্ত শাস্তি দিলে সমাজে এই ধরণের ঘটনা কম ঘটবে।
এসময় মামলার বাদী পক্ষে উপস্থিত ছিলেন, নিহত প্রবীর চন্দ্র ঘোষ এর ছোট ভাই বিপ্লব চন্দ্র ঘোষ, শমির চন্দ্র ঘোষ, মামাত ভাই রিপন বিশ্বাষ, মামা ধরেঞ্জয় ঘোষ ও সংকর ঘোষ।
বাদী পক্ষের আইনজীবী ছিলেন, সরকারি পিপি এড. এস.এম. ওয়াজেদ আলী খোকন, রাষ্ট্র সহয়াক এড. মৃনাল কান্তি দত্ত বাপ্পি, এড. জয়ন্ত কুমার ঘোষ, এড. মিনহাজ উল ইসলাম ভূইয়া, এড. জনি চন্দ্র গোপ, প্রমূখ।