নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় আমেরিকা প্রবাসীর বাড়ি থেকে বিদেশী মদ ও প্রাইভেটকারসহ ছাত্রলীগ নেতাসহ দুই জনকে আটক করেছে পুলিশ। ১২ অক্টোবর শুক্রবার গভীর রাতে ফতুল্লা থানাধীন আফাজনগর এলাকার কুদ্দুস মিয়ার ৫ তলা থেকে তাদেরকে আটক করা হয়। বিশেষ কারনে ঐ প্রবাসীর স্ত্রী বিথির আক্তারকে পুলিশ রেখে আসে।
আটককৃতরা হলো-সদর থানাধীন দেওভোগ এলাকার জহিরুল হক সেলিমের পুত্র ছাত্রলীগ পরিচয় দেয়া ফাহিম (৩২) ও তার ঘনিষ্ঠ বন্ধু রনি।
সূত্রে জানায়, আমেরিকা প্রবাসী জিয়াউল হাবিবের স্ত্রী বিথি আক্তারের বাসায় প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে পুরুষরা আসত মদ্য পান ও ফূর্তি করতে। এই ভাবে সারা রাত ব্যাপী চলত বেহায়াপনা। শুধু বিথিই নয় এখানে আরও মেয়েরা আসত যৌন ব্যবসা করতে। প্রতিদিনই জমজমাট মদের আসড় বসত বিথির বাসায়। স্বামী বিদেশে থাকার সুযোগে সে এ ধরনের ব্যবসা করে আসছিল। তার এহেন অসামাজিক কর্মকান্ডে অতীষ্ট হয়ে পরেছে পুরো আফাজনগরবাসী। এরই ধারাবাহিকতায় শুক্রবার গভীর রাতে প্রাইভেট কার যোগে দুই যুবক আসে বিথির ফ্লাটে। এসেই শুরু করে মদ্য পান ও অসমাজিক কার্যকলাপ। এই খবর পেয়ে যায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পরে পুলিশ এসে ঐ যুবককে প্রাইভেটকারসহ আটক করলেও রেখে যান মক্ষিরানী বিথিকে।
পরিদর্শ (আইসিট) মোস্তফা ঐ যুবকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়ে প্রবাসীর ফ্লাট থেকে ১৫টি বিদেশী মদের খালি বোতল ও একটি প্রিমিও প্রাইভেটকার ( ঢাকা মেট্রো-গ ৩৪-১৪৫৪) জব্দ করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।