নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলায় প্রথম ধাপে আড়াইহাজার উপজেলায় ৩৯৬, সদর উপজেলায় ৬২৫, বন্দরে ১৬১, রূপগঞ্জে ৩৫৮ ও সোনারগাঁওয়ে ৩৫২ জন মুক্তিযোদ্ধার তালিকার নাম প্রকাশ করা হয়েছে। ২৫শে মার্চ বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মুক্তিযোদ্ধাদের এই তালিকা প্রকাশ করেন।
এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় ৪ নেতাসহ এক লাখ ৪৭ হাজার ৫৩৭ জন মুক্তিযোদ্ধার প্রথম তালিকা প্রকাশ করেছে সরকার, যাতে ১৯১ জন শহীদ বুদ্ধিজীবীর নামও রয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জ জেলাতে মুক্তিযোদ্ধার তালিকায় মোট নাম রয়েছে ১৮৯২ জন।
সূত্রমতে, নারায়ণগঞ্জ জেলায় বর্তমানে সরকারের ভাতাভোগী মুক্তিযোদ্ধা হল ১৮৪৩ জন। যার মধ্যে সদর উপজেলায় ৪৭৭ জন, বন্দর উপজেলায় ২১০ জন, সোনারগাঁ উপজেলায় ৪৩২ জন, আড়াইহাজার উপজেলায় ৩৮২ জন ও রূপগঞ্জ উপজেলায় ৩৪২ জন। তবে এর মধ্যে যাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়ে বিতর্ক রয়েছে এমন ব্যাক্তি হল সদরে ৪ জন, বন্দরে ১০০ জন, সোনারগাঁয়ে ১৬১ জন, আড়াইহাজারে ৭৯ জন ও রূপগঞ্জে ৩ জন। যা সর্বমোট ৩৪৭ জন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, আমরা যথাযথ প্রক্রিয়ায় তৃণমূল থেকে তদন্তের মাধ্যমে যাচাই-বাছাই করে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্তকরণের কাজ করছি।
বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকার প্রথম পর্যায় আজ প্রকাশ করা হলো। যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদের প্রথম ধাপে স্বীকৃতি দেয়া হলো। সবকিছু যাচাই-বাছাই শেষে সবশেষ তালিকা ৩০ জুনের মধ্যে প্রকাশ করা হবে। নতুন করে মুক্তিযোদ্ধা হওয়ার জন্য কেউ কোনো আবেদন করতে পারবেন না, এখন শুধু আপিল করা হবে এরপর রিভিউ হবে।