প্রথম আলোর বর্ষসেরা আলোকচিত্রী নারায়ণগঞ্জের দিনার মাহমুদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : দৈনিক প্রথম আলোর বর্ষসেরা-২০১৯ আলোকচিত্রীর পুরস্কার পেয়েছেন নারায়ণগঞ্জের দিনার মাহমুদ। গত ৩ নভেম্বর প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে তাকে সম্মাননা প্রদান করা হয়।

দিনার মাহমুদ নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট থেকে স্নাতক এবং ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি দৈনিক প্রথম আলোর নারায়ণগঞ্জ জেলার আলোকচিত্রী। তার বাড়ি নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায়।

প্রতিক্রিয়ায় দিনার মাহমুদ বলেন, পুরস্কার পেলে ভালো লাগা তো থাকেই। এই ধরণের পুরস্কার পেলে নিজের অযোগ্যতাও সামনে আসে। আরও ভালোর করার ইচ্ছা জাগে। পুরস্কার আরও পরিশ্রমী করে তোলে। সেদিক থেকে এটা ভালো ব্যাপার।

add-content

আরও খবর

পঠিত