প্রতিষ্ঠা বার্ষিকীতে সৈয়দ আশরাফুলের জন্য না.গঞ্জ ছাত্রলীগের দোয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : চার জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৮ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে উপমহাদেশের বৃহৎ ছাত্র সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। সময়ের পরিক্রমায় সংগঠনটি আজ প্রতিষ্ঠার ৭০ বছর পার করে ৭১ বছরে পা রাখছে। এ উপলক্ষে নানা আয়োজনের প্রস্তুতি গ্রহন করেছিলো নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ।

তবে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এর মৃত্যুতে নেমে যায় শোকের ছায়া। তাই শুক্রবার বেলা আড়াইটায় অনুষ্ঠিত আনন্দ‌ র‌্যালীর পরিবর্তে কলেজ ক্যাম্পসেই সৈয়দ আশরাফুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন তারা। দুপুর ঘনিয়ে আসেতেই কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীরা সবাই যোগ দিলে সেখানে নেমে আসে শোকের ছায়া। তোলারাম কলেজ মাঠ প্রাঙ্গনে দোয়া পরিচালনা করেন কলেজ মসজিদের পেশ ইমাম ও খতিব আব্দুল মমিন ।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি ও তোলারাম কলেজের ভিপি হাবিবুর রহমান রিয়াদ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, জেলা যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু, ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানী, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক রাফেল প্রধান।

এ বিষয়ে হাবিবুর রহমান রিয়াদ বলেন, ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের র‌্যালী ও কেক কাটার কথা ছিল। কিন্তু আমাদের শ্রদ্ধাভাজন নেতা সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে আমরা শোকাহত। তাই আমরা আমাদের র‌্যালী ও কেক কাটা অনুষ্ঠান স্থগিত করে করে দোয়া ও মোনাজাতের আয়োজন করেছি ।

আরো উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক বসির মাহামুদ তপন, মহানগর ছাত্রলীগ নেতা শুভ রায়, কাউসার, সুনীল, রাজিব শাহা, অর্পন প্রধান, মেহেদী, ফরহাদ, জীবনম অনিক, জীতু, লিয়ন, হাবিব, সাদ্দাম, সজল, আসিফ রহমান, নাজিদ বাবু, রিফাত, মুক্তি, নির্জর, আনোয়ারুল, ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা জুয়েল, ফয়সাল, মমিন, টিপু, প্রান্ত, শামীম, তোলারাম কলেজের ছাত্রলীগ নেতা ফায়িম, পিয়াস, তোফা, মাহীম, মুস্তাকিন, সুমন, সবুজ, মুরাদ ও অন্যান্য ছাত্রলীগ নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৪ অক্টোবর সৈয়দ আশরাফুলের স্ত্রী শীলা ইসলাম মারা যাওয়ার পর থেকেই তিনি প্রায় অসুস্থ হয়ে পড়েন। এক কন্যার জনক আশরাফুল ইসলাম ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। অসুস্থতার কারণে তিনি গত বছরের ১৮ সেপ্টেম্বর সংসদ থেকে ছুটি নেন। এ অবস্থাতেই একাদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনে নৌকা প্রতীকে জয়ী হন সৈয়দ আশরাফ। পরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

add-content

আরও খবর

পঠিত