প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে না.গঞ্জ শ্রমিক লীগের আলোচনা সভা ও র‌্যালি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর শনিবার বিকালে জনতা ব্যাংক নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে এ আয়োজন করা হয়। জাতীয় শ্রমিক লীগ নারায়ণগঞ্জ শাখার সভাপতি মো.আব্দুস ছালাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাসিক ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান।

আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবর্ষিকীর সুর্বণ জয়ন্তি পালন করা হয়। পরে জনতা ব্যাংকের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ২নং রেল গেইট আওয়ামীলীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকিৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথি সহ বক্তব্য রাখেন, সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মো. হুমায়ুন কবীর, সহ সভাপতি মো. দাউদ, মোসলেউদ্দিন জীবন, মাসুদ মাষ্টার, ফিরোজ কায়সার আজম, আলমগীর মিয়া, মো.মুজিবুর রহমান, জনতা ব্যাংক সিবিএ সাবেক সভাপতি আমির খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহামুদুল হাসান আরাফাত, মো. শাহাব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফউদ্দিন ভুইয়া, আজাহারুল ইসলাম, মির্জা নজরুল ইসলাম রানা, সাংগঠনিক সম্পাদক কে এস এম আব্দুল কাদির, সহ সাংগঠনিক সম্পাদক জহির হোসেন রানা, শিক্ষা সাহিত্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এ.কে.ডি শিমুল, শ্রমিক কল্যান বিষয়ক সম্পাদক মো. খোকন, ত্রান বিষয়ক সম্পাদক রহিম মুন্সী, সহ-আইন বিষয়ক সম্পাদক বাদল বিশ্বাস, মহিলা বিষয়ক সম্পাদিকা মিলিনা চৌধুরী, নৌযান শ্রমিক লীগের জেলা শাখার সহ সভাপতি আনোয়ারুল হক, শ্রমিক লীগ নেতা মো. আলমগীর হোসেন।

এছাড়াও উপস্থিত  ছিলেন, আব্দুর রশিদ, সোনালী ব্যাংকের আবু তাহের, হাকির হোসেন, দুলাল হোসেন, জাবেদ, জনতা ব্যাংক এর সিবিএ নেতা মো. জাকির হোসেন,মোয়াজ্জেমম হোসেন, বিআরটিসি নেতা মো.কনক সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষে- সোনালী ও জনতা ব্যাংক সহ আয়কর, পোস্টাল, টিএন্ডটি, বিআইডব্লিউটিএ, নৌযান শ্রমিক লীগ, বিআইডব্লিউটিসি, গণপূর্ত, হকার্স লীগ, বিআরটিসি শ্রমিক নেতৃবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত