প্যানেল নির্বাচিত করলেই সুন্দর বার ভবন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ সিফাত লিংকন ) : আসন্ন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে এখনো শুরু হয়নি পুরোদমে প্রচারণা। তবে আইনচর্চার পাশাপাশি চলছে সহযোদ্ধাদের সাথে কুশল বিনিময় ও আলাপচারিতা। আদালতের র্কাযক্রম শেষ হলেই একেঅপরের সাথে বিনয়ের সাথে চাইছে দোয়া প্রার্থনা। এরই ধারাবাহিকতায় সোমবার (১৪ জানুয়ারি) দুপুরে আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবি পরিষদের সভাপতি প্রার্থী এড. হাসান ফেরদৌস জুয়েল এবং সাধারন সম্পাদক পদে এড. মোহসীন মিয়া সহ প্যানেলের নেতৃবৃন্দ সিনিয়র ও জুনিয়র সকলের সাথে সাক্ষাত করে দোয়া প্রার্থনা করেন।

এসময় অনেক আইনজীবীরাও এবারের নির্বাচনেও তাদের বিজয় নিশ্চিত করবেন এমনটাই আশা ব্যাক্ত করেন । আর সকল আইনজীবীদের একটাই প্রত্যাশা, তা হলো নতুন বার ভবন। আর সেই প্রত্যাশা বাস্তবায়নে পূর্বের ধারাবাহিকতায় যারা রয়েছেন তারা হলো জুয়েল-মোহসিন। ইতোমধ্যেই ভবনটির ভিত্তি  প্রস্তর উদ্বোধন করে গিয়েছেন আইন মন্ত্রি আনিসুল হক। তবে বর্তমানে পুন:সংস্কারের জন্য মূল ভবনটি ভেঙ্গে ফেলায় সকল আইনজীবীরাই জরার্জীণভাবে অস্থায়ীভাবে আদালত প্রাঙ্গনে চেম্বার করে র্কাযক্রম চালাচ্ছে। কিন্তু আধুনিক ভবনের সপ্ন বাস্তবায়নে বরাদ্ধকৃত র্অথ আদায় করে কাজে লাগাতে হলে এবার সকলেই আগ্রহী হচ্ছে জুয়েল-মোহসিন প্যানেলকে বিজয়ী করতে।

এদিকে জুয়েল-মোহসিন প্যানেলও পুর্বে থেকে প্রতিশ্রুতি দিয়ে আসছেন, প্যানেল নির্বাচিত করুন সুন্দর বার ভবন দিবো। দলমত র্নিবিশেষে আইনজীবীদের স্বার্থে উন্নয়নই আমাদের লক্ষ্য। গত বছর আইন মন্ত্রী বার ভবনটির ভিত্তি প্রস্তর স্থাপনার উদ্বোধন করেছেন এবার যে করেই হোক বার ভবন উপহার দিবো। এবারের মূল লক্ষ্য সুন্দর বার ভবন। তাই পুরাতন ভবন ভেঙ্গে ফেলে আইনজীরিদের জন্য ডিজিটাল নতুন বাব ভবন তৈরী করার প্রক্রিয়ার কাজ নির্বাচনের পর শুরু করা হবে। তাই সেই লক্ষে এবারের নির্বাচনে একটাই কথা তাদের প্যানেল নির্বাচিত করুন সুন্দর আধুনিক বার ভবন দিবো।

এবারের নির্বাচনে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি হাসান ফেরদৌস জুয়েলকে সভাপতি ও বর্তমান সাধারণ সম্পাদক মুহাম্মদ মোহসীন মিয়াকে সাধারণ সম্পাদক করে প্যানেল ঘোষণা করেছে আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। এই প্যানেলের সিনিয়র সহ-সভাপতি পদে আলী আহম্মদ ভ্ইুয়া, সহ-সভাপতি পদে বিদ্যুৎ কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ পদে আবদুর রউফ মোল্লা, আপ্যায়ন সম্পাদক পদে মনিরুজ্জামান কাজল, লাইব্রেরী সম্পাদক পদে সুবাস বিশ্বাস, ক্রীড়া সম্পাদক পদে মাসুদ রানা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদ পদে সাজ্জাদুল হক সুমন, সমাজ সেবা সম্পাদক পদে রাশেদ ভুইয়া, আইন ও মানবাধিকার সম্পাদক পদে স্বপন ভুইয়া এবং কার্যকরী সদস্য পদে আনোয়ার হোসেন ভুইয়া, নুসরাত জাহান তানিয়া, মোহাম্মদ মশিউর রহমান, আব্দুল মান্নান ও হাসিবুল হাসান রনিকে মনোনিত করা হয়।

উল্লেখ্য, আগামী ২৪ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০১৯-২০২০ সালের কার্যকরী পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গত ৮ জানুয়ারি মঙ্গলবার নারায়ণগঞ্জ আদালতপাড়ায় আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল গঠনের লক্ষ্যে ১৩ সদস্যের মনোনয়ন বোর্ড গঠন করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত