পূজামন্ডপে মানুষের উপস্থিতি প্রমাণ করে দুর্গোৎসব চলছে : এসপি হারুন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জে প্রত্যেকটি পূজামন্ডপে সাধারন মানুষের উপস্থিতি প্রমাণ করে যে আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে দুর্গোৎসব চলছে। দুর্গোৎসব এখন আর হিন্দু ধর্মালম্বীদেরই বড় উৎসব নয়, আমার কাছে মনে হয়েছে আপামর জনসাধারণের জন্য বড় উৎসব। দল-মত নির্বিশেষে সকলেই এই উৎসবে অংশগ্রহণ করেন। ৬ অক্টোবর  রবিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পূজা মন্ডপ স্বপরিবারে পরিদর্শন শেষে এ সকল কথা বলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ।

তিনি আরো বলেন, নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে বলেই স্ত্রী, কন্যা ও পুত্রকে নিয়ে স্বপরিবারে দুর্গা পূজার বিভিন্ন মন্ডপ পরিদর্শনে বের হয়েছি। শারদীয় উৎসব যেন উৎসব মূখর পরিবেশেই শেষ হয় সে জন্য নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি মন্ডপে দায়িত্বরত পুলিশ সদস্যদের সার্বক্ষনিক এলার্ট থাকতে বলেছি। এখনো পর্যন্ত কোথাও বিশৃঙ্খলার খবর পাইনি। শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে বলেই আজকে স্বপরিবারে পূজা মন্ডপ পরিদর্শনে বের হয়েছি।এ সময় তিনি নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া পূজা মন্ডপ, সাহাপাড়া পূজা মন্ডপ, টানবাজার পূজা মন্ডপ, টান বাজার সিটি কলোনি পূজা মন্ডপ, নতুন নয়া মাটি পূজা মন্ডপসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির খোঁজ খবর নেন পুলিশ সুপার।

জেলা পুলিশ সুপার বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, তাই মানুষ ঘর থেকে বের হয়েছে। আমরা মনে করি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। সকল ক্ষেত্রে উন্নয়ন ঘটেছে বলেই মানুষ ঘর থেকে বের হয়েছে। সকল উৎসবে অংশগ্রহণ করছে। উৎসবে মানুষের আনন্দ নির্বিঘ্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোথাও কোন বিশৃঙ্খলা তৈরি হলে আপনারা সাথে সাথেই পুলিশকে জানাবেন।

এ সময় নারায়ণগঞ্জে দূর্গা পূজার প্রতিটি মন্ডপের আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রেখে প্রতিটি বিষয়ে সহযোগীতা করায় শিখন সরকার শিপনের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দদের ধন্যবাদ জানান পুলিশ সুপার।

মন্ডপ পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. নূরে আলম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান, জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও-২) মো. সাজ্জাদ রোমন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ দাশ, সাধারণ সম্পাদক উত্তম সাহা প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত