নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : বাংলাদেশ পুলিশ বিভাগ ও গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম ও পিপিএম (বার)। ১০ অক্টোবর বৃহস্পতিবার দুপুর আড়াইটায় নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স প্রাঙ্গণে ফিতা কেটে এ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার।
মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে মসজিদের পেশ ঈমামের মাধ্যমে দেশবাসী সহ নারায়ণগঞ্জ জেলার সকল পুলিশ সদস্যদের জন্য সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী জাকির হোসেন, নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ) মনিরুল ইসলাম , অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি ) নুরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার ( ক সার্কেল ) মেহেদী ইমরান সিদ্দিকী, পুলিশের বিশেষ শাখার পরিদর্শক ডিআইও-২ সাজ্জাদ রোমানসহ পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা । বাংলাদেশ পুলিশ বিভাগ ও গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নে এ মসজিদটি নির্মাণ করা হবে ।