নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ বলেছেন, নারায়ণগঞ্জে পুলিশের চাকরিতে কাউকে ১টি টাকাও দিতে হবে না। যার যোগ্যতা আছে, সে মেধা ও যোগ্যতার জোরে নিয়োগ পাবে। পরিক্ষা দিয়ে বিনা পয়সায় চাকরি পাবেন। শনিবার (১৫ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কনস্টেবল নিয়োগকে কেন্দ্র করে কোন ব্যক্তি দালাল চক্র কিংবা আমাদের পুলিশেরও যদি কোন সদস্য টাকা হাতিয়ে নেয়ার পরিকল্পনা থাকে। তাহলে আমরা তাদের বিরুদ্ধে সাথে সাথে ব্যবস্থা নিবো। কাউকে ছাড় দিবো না।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুবাস চন্দ্র সাহা, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম, জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআিইও-২) মো. সাজ্জাদ রোমন, সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) জয়নাল আবেদীন ও জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. শরফুদ্দিন প্রমূখ।