পুলিশি বাঁধা উপক্ষো করে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ পালন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) :  পুলিশি বাঁধা উপক্ষো করে কেন্দ্রীয় কর্মসূচি প্রতিবাদ সমাবেশ পালন করলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। ২৯ই মার্চ সোমবার বিকাল সাড়ে ৩ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনুর সভাপতিত্বে ও  সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আনিছুর রহমান মোল্লা, সহ প্রচার সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু, মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু বলেন, বিকৃত ভারতের প্রধান মন্ত্রী মোদীকে দিয়ে স্বাধীনতার রজতজয়ন্তীর উদ্ভোধন করিয়েছেন আওয়ামী লীগের মিড নাইট সরকার। যেই মোদী ভারতের মোসলমানদের উপর নির্মম ভাবে অত্যাচার করেছে।

বর্তমান সরকার মুসলমানদের বুকের তাঁজা রক্তের উপর পা রেখে নরেন্দ্র মোদীকে দিয়ে রজত জয়ন্তী পালন করেছে। এই দিনটি ইতিহাসের পাতায় একটি কলঙ্কের অধ্যায় হয়ে রচিত হবে।

বাংলাদেশের ভাবমূর্তি নষ্টা করতেই মোদী বাংলাদেশে এসেছে। আর তার দোসর হয়ে মিড নাইট সরকার ভারতের দালালি করছে। এর জবাব দেশের মানুষের কাঠগড়ায় আপনাদের দিতে হবে। সেই সময় আর বেশি ধুরে নাই। এখন শুধু সময়ের অপেক্ষা।

এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি আয়সা সাত্তার, এ্যাড. রফিক আহম্মেদ, যোগাযোগ বিষয়ক সম্পাদক বরকত উল্লাহ বুলুৃ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এ্যাড. মোস্তাক আহম্মেদ, সহ-প্রশিক্ষন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বাবু, মহানগর বিএনপি নেতা  শহীদ মেম্বার, শওকত আলী লিটন, ফেরদৌসুর রহমান, সায়েম কবির, হারুন শেখ, মানিক বেপারী, হাফেজ সিব্বির আহম্মেদ, কে এইচ সাউদ চুন্নু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম ছক্কু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাসিব, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ, স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল কাইয়ুম, মহানগর যুবদল নেতা রানা মুজিব, মাসুদ রানা, আলামিন খান, মুছা, মিঠু আহম্মেদ, মনির, মহানগর শ্রমিক দলের যুগ্ম-আহবায়ক আনিছুর রহমান, ফজলুল হক প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত