নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর প্রতিনিধি ) : জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ পলাশ বলেছেন, একসময় আমাদের শ্রমিকরা তাদের দাবির জন্য রাজপথে মিছিল করতে নামলে পুলিশের লাঠিপেটার কারণে রাজপথে নামতে পারে নাই। মিছিল করতে নামলেই লাঠিপেটা আর গ্রেফতার করে কারাগারে বন্ধী করে রাখা হতো। কিন্তু এখন আর সেই পূর্বের অবস্থা নাই। পুলিশকে শ্রমিকের বন্ধু হিসেবে আমরা দেখতে পাই। বুধবার ( ১ মে ) সকালে চাষাঢ়া কেন্দ্রিয় শহীদ মিনারে মহান মে দিবস উপলক্ষে আযোজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমেরিকার শিকাগো শহরে রক্তের বিনিময়ে মে দিবস নামের এই দিনটি প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার লক্ষে এই দিনটি প্রতিষ্ঠিত হয়েছিল। দেশ স্বাধীন হওয়ার পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে সারা বাংলার শ্রমিকদের বিশ্বের শ্রমিকদের সাথে একাত্মতা ঘোষণা করে ঐক্যবদ্ধ করা চেষ্টা করেছেন। শ্রমিকদের জন্য বর্তমান সরকার বিভিন্ন সুবিধার ব্যবস্থা করেছেন যা আগের কোন সরকার করেনি। শ্রমিকদের বেতন বৃদ্ধিতে ও অধিকার প্রতিষ্ঠায় একমাত্র বর্তমান সরকারের কৃতিত্ব রয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের অধিকার নিয়ে সবসময়ই সরব। তিনি অত্যন্ত শ্রমিকবান্ধব।
বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালক ও রেজিষ্টার অব ট্রেড ইউনিয়ন মো. খোরশেদুল হক ভূঞার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সেলিম রেজা, ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, এক্সপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ১ম ভাইস প্রেসিডেন্ট মো.হাতেম, চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিকেএমইএ এর পরিচালক মো.মোরশেদ সারোয়ার।