নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বিশ্ব পুরুষ দিবস উপলক্ষে ১৯ নভেম্বর (মঙ্গলবার) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে পুরুষ নির্যাতন দমন আইন পাশের দাবীতে মানব কল্যাণ পরিষদের আয়োজনে এইড ফর মেন ফাউন্ডেশনের সহযোগিতায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
পুরুষ-নারীর সম্মিলিত প্রচেষ্টায় মানব সভ্যতা আজ অনেক দুর এগিয়েছে। কিন্তু নারী নির্যাতন প্রতিকারে নানা ধরনের কঠোর আইন প্রচলন করা হয়েছে এবং নির্যাতিত নারীকে সহায়তা প্রদানে প্রচুর সংগঠন গড়ে ওঠেছে। অথচ পুরুষরা আজ লিঙ্গ বৈষম্য ও নির্যাতনের শিকার হচ্ছে। তাদের বোবা কান্না কেউ দেখেনা। যার ফলশ্রুতিতে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনটির অপব্যবহারের প্রতিবাদে জরুরী ভিত্তিতে পুরুষ নির্যাতন দমন আইন পাশের দাবী জানায় মানব কল্যাণ পরিষদ।
মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাংগঠনিক সচিব গোলজার হোসেন ভূইয়া, অর্থ সচিব মো. সাইফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য জিএম মোস্তফা ও নারী সদস্য রেহেনা আক্তার।
তারা বলেন, নারী নির্যাতন দমন আইনের অপব্যবহারের ফলে অনেক পুরুষের জীবন আজ বিপর্যস্ত। বিবাহ, বিচ্ছেদ, কাবিন বাণিজ্য ও পারিবারিক কলহ বেশ মাথাচাড়া দিয়ে উঠছে। এমনকি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, হয়রানীমূলক যৌতুক ও স্পর্শকাতর মামলা দিয়েও পুরুষকে নাজেহাল করা হচ্ছে। তাই আসুন আমরা সবাই লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে একমত হই এবং পরিবার ও সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করি। সেই সাথে সরকার শীঘ্রই পুরুষ নির্যাতন দমন আইন তৈরি করবে বলে আশাবাদী।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সমাজকর্মী মো. পারভেজ, রিয়া আক্তার, মরিয়ম আক্তার মোহনা, রিমা, মীম, লিপি, জাহাঙ্গীর হোসেন, সবুজ, জামাল খান শাওনসহ সংগঠনের সদস্যরা।